রিয়ালে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান ব্রাজিলের ভিনিসিউস

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য ক্লাবটির নতুন মুখ ব্রাজিলের ভিনিসিউস জুনিয়রের। মাদ্রিদের ক্লাবটিতে স্বদেশি মার্সেলো যা জিতেছেন নিজে তার অর্ধেক জিততে পারলেই খুশি হবেন বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 02:29 PM
Updated : 23 July 2018, 02:29 PM

সম্প্রতি ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে সাড়ে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ভিনিসিউসকে দলে টানে রিয়াল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বের্নাবেউয়ে হাজির হয়ে ১৮ বছর বয়সী এই খেলোয়াড় জানান, দ্রুতই কোচ হুলেন লোপেতেগির প্রথম পছন্দের দলের পরিকল্পনায় জায়গা করে নিতে চান।

২০০৭ সালে টিনএজার হিসেবে রিয়ালে নাম লেখান ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো। ক্লাবটির হয়ে এরই মধ্যে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। এমন কিছুই লক্ষ্য ভিনিসিউসের।

রিয়াল মাদ্রিদ টিভিকে ভিনিসিউস বলেন, "মার্সেলো সবসময় বলেছেন, আমি এখানে খেলতে ভালোবাসবো।" 

"তিনি বলেন, আমি এখানে অনেক বছর থাকতে চাইব। আমি কখনই রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইব না।…তিনি আমাকে বলেছেন, আমার যেকোনো দরকারে আমাকে সহায়তা করার জন্য তিনি এখানে আছেন। ট্রফির বিবেচনায়, মার্সেলো যা জিতেছেন এর অর্ধেক জিতলেও আমি সত্যিই অনেক খুশি হব।"    

"আমি সবসময় অনেক শিরোপা জিততে চাই। বিশেষ করে, রিয়াল মাদ্রিদের হয়ে বেশি বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।"