মেসির বিপক্ষে খেলতে হবে না দেখে খুশি লংলে

লিওনেল মেসি ও বার্সেলোনার বিপক্ষে আর খেলতে হবে না বলে খুশি স্পেনের অন্যতম সফল ক্লাবটির নতুন মুখ ক্লেমোঁ লংলে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 11:07 AM
Updated : 22 July 2018, 11:07 AM

চলতি মাসের শুরুতে ৩ কোটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখান ডিফেন্ডার লংলে।

বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে বার্সা টিভিকে মজা করে লংলে বলেন, "এখানে আসতে পেরে আমি খুবই খুশি। কারণ এখন আমাকে তাদের বিপক্ষে খেলতে হবে না।"

"মেসি বিশ্বের সেরা। তিনি সহজেই ম্যাচ নিয়ন্ত্রণ করেন। যে কোনো মুহূর্তে যেখান থেকে চান সেখান থেকেই তিনি গোল করতে পারেন।"

কাম্প নউয়ে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী লংলে। ফরাসি এই সেন্টার-ব্যাকের বিশ্বাস, বার্সেলোনা দলের খেলোয়াড়দের মান তার এই সময়টাকে সহজ করে তুলবে।

"আপনি যখন দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলবেন, তখন মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিছুটা হলেও সহজ হয়ে ওঠে। এখানে প্রতিটি খেলোয়াড়ই শীর্ষ পর্যায়ের।"

"শহরটা কতটা অবিশ্বাস্য এটা সবাই আমাকে বলেছে। আর এই কারণে বার্সায় চুক্তি করলে আপনি কখনই ছেড়ে যেতে চাইবেন না।"