বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর বাকি খেলাগুলা আর দেখতে চাননি দলটির ফরোয়ার্ড নেইমার। তবে এখন সেই শোক কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন পিএসজির এই তারকা।
Published : 22 Jul 2018, 03:49 PM
অন্যতম ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করা ব্রাজিল শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায়। বিশ্বকাপে দলের এমন বিদায়ে মনে খুব দাগ কেটেছিল বলে জানালেন নেইমার।
"আমি শোকের মধ্যে ছিলাম। আমার মন খুব খারাপ ছিল। তবে তা কেটে গেছে। আমার ছেলে আছে; পরিবার ও বন্ধুরা আছে। তারা আমাকে বিষণ্ন দেখতে চায় না।"
বিশ্বকাপে ফাউলের শিকার হয়ে রেফারির সহানুভূতি পেতে দৃষ্টিকটুভাবে অভিনয় করতে দেখা গেছে নেইমারকে। এ জন্য সমালোচিতও হয়েছেন। তবে নেইমার মনে করেন, তাকে রেফারিদের আরও বেশি সুরক্ষা দেওয়া উচিত ছিল।
"আমি খেলতে, প্রতিপক্ষকে হারাতে বিশ্বকাপে গিয়েছিলাম; লাথি খেতে নয়। আমার সমালোচনাগুলো ছিল অতিরঞ্জিত। তবে আমি পরিণত, এসব সামলে নেওয়ায় আমি অভ্যস্ত।”