রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল প্রত্যাশিত সাফল্য না পেলেও দলটির তারকা ফরোয়ার্ড নেইমারের আশা কোচের দায়িত্বে থেকে যাবেন তিতে।
Published : 20 Jul 2018, 10:55 PM
বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। সেরা আট থেকে বিদায় নেওয়াটা ভীষণ দুঃখের বলেও জানান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।
“তিতে দারুণ একটা কাজ করেছিলেন। খুবই শক্তিশালী একটা দলকে জড়ো করেছিলেন এবং আমি আশা করি তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।”
“আমরা জানতাম, আমাদের একটা ভালো দল আছে এবং লক্ষ্য অর্জনের জন্য মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
“সেখানে (রাশিয়ায়) প্রতিযোগিতার সবকিছু থেকে আমরা অনেক শিখলাম। আমার কষ্টটা অনেক বড় ছিল। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের। কিন্তু এটা চলে গেছে; আমাকে সামনেরটা নিয়ে ভাবতে হবে।”
নাটুকেপনার জন্য রাশিয়ার আসরে বারবার সমালোচনার শিকার হয়েছেন নেইমার। ব্রাজিল ফরোয়ার্ড সমালোচনাকে ‘মজা’ হিসেবে নিতে চাওয়ার কথাও জানান।
“তারা (সমালোচকরা) যেটা বলেন…সে বিষয়ে বলব, আমাকে এগিয়ে যেতে হবে এবং এটাকে মজা হিসেবে নিতে হবে। আমি এটা নিয়ে কখনই কারো সঙ্গে তর্কে যাব না।”
“আমি সবসময় একইভাবে খেলি। ১৭ বছর বয়সে শুরু করেছিলাম, অনেক ফাউলের, কড়া ট্যাকলের শিকার হয়েছি এবং এটা খেলার অংশ। আমি বিশ্বকাপে যেটা করেছি সেটা হচ্ছে ব্রাজিলকে, আমার দেশকে সাহায্য করার চেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে আমরা টুর্নামেন্টটা জিততে পারিনি।”