আর্জেন্টিনাকে হারানোয় 'আত্মবিশ্বাস বেড়েছিল' ফ্রান্সের

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে হারানো এবং বিশ্বকাপ থেকে লিওনেল মেসিকে ছিটকে দেওয়া প্রতিযোগিতাটিতে পুরো পথ পাড়ি দিতে ফ্রান্সকে আত্মবিশ্বাস জুগিয়েছিল বলে জানালেন দলটির অধিনায়ক উগো লরিস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 11:49 AM
Updated : 20 July 2018, 11:49 AM

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্সের রাশিয়া বিশ্বকাপ শেষ হতে পারতো শেষ ষোলোতেই। এই লড়াইয়ে ২০১৪ আসরের রানার্সআপ আর্জেন্টিনার বিপক্ষে এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল তারা। এরপর বাঁজামাঁ পাভার্দের দারুণ এক গোলে সমতা ফেরায় ফ্রান্স। পরে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

বলতে গেলে ফ্রান্সের জন্য ভীতি ছড়ানো একমাত্র ম্যাচ ছিল এটাই। এরপর কোয়ার্টার-ফাইনালে উরুগুয়েকে ও সেমি-ফাইনালে বেলজিয়ামকে হারায় তারা। আর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা তুলে ধরে ফ্রান্স।

নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর জয় দলকে অনেক উজ্জীবিত করেছিল বলে জানালেন লরিস।

অমনিস্পোর্টকে ফ্রান্সের গোলরক্ষক বলেন, "আমরা আর্জেন্টিনাকে হারিয়েছিলাম…মেসির আর্জেন্টিনাকে।"

"এটা আমাদের বুঝিয়েছিল যে, আমাদের এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে। প্রতিটা ম্যাচই ছিল কঠিন। তবে আমরা খুব ভালো করেছিলাম।"

"আমরা অনুভব করতে পেরেছিলাম, খুবই শক্তিশালী একটা দল সামনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত। ওই ম্যাচের পর ফাইনাল পর্যন্ত আমরা একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম।"