পিএসজিতেই থাকছেন এমবাপে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যেই পিএসজিতে থাকার কথা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 05:44 AM
Updated : 16 July 2018, 05:44 AM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন এমবাপে।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করেন ১৯ বছর বয়সী এমবাপে। বিশ্বকাপে অঁতোয়ান গ্রিজমানের সঙ্গে যৌথভাবে দলের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেন তিনি।

গত বছর এক মৌসুমের জন্য ধারে পিএসজিতে যোগ দেওয়ার পর এরই মধ্যে দলটির সঙ্গে স্থায়ী চুক্তি করেছেন। ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে ইউভেন্তুসে যাওয়ার পর এমবাপের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। তবে রোনালদোর শূন্যস্থান পূরণের কোনো পরিকল্পনা নেই বলে সাংবাদিকদের জানান তিনি।

“আমি পিএসজিতেই থাকব, তাদের সঙ্গে আমার পথচলাটা অব্যাহত থাকবে।”

“আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে আছি।”

২০১৭-১৮ মৌসুমটা লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির হয়ে দারুণ কেটেছে এমবাপের। সর ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২১ গোল।