‘ইউরো জিতলে হয়তো বিশ্বকাপ জিতত না ফ্রান্স’

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছেন পগবা-এমবাপে-গ্রিজমানরা। এতটাই যে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত থাকা কোচ দিদিয়ের দেশমকে দুই দফা শ্যাম্পেন বৃষ্টিতে ভিজিয়ে দিলেন তারা! শিষ্যদের দুরন্তপনা সয়ে দেশম জানালেন, দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলে হয়ত রাশিয়া বিশ্বকাপ জেতা হতো না তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 09:08 PM
Updated : 15 July 2018, 10:02 PM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার ফাইনালে ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারায় ফ্রান্স। মারিও মানজুকিচের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া ফ্রান্সকে পরে তিন গোল এনে দেন অঁতোয়ান গ্রিজমান, পল পগবা ও কিলিয়ান এমবাপে।

শিষ্যদের প্রশংসায় ম্যাচ শেষে পঞ্চমুখ দেশম জানালেন, ২০১৬ সালে নিজেদের মাঠে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হার থেকে তারা অনেক শিখেছিলেন।

“কি ঘটে গেছে সেটা আমরা আগামীকাল উপলব্ধি করতে পারব। এ মুহূর্তে তারা (ছেলেরা) জানে না বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা কি।”

“হয়ত যদি আমরা ইউরো চ্যাম্পিয়ন হতাম, তাহলে আজ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতাম না। ওই হার থেকে আমি অনেক শিখেছিলাম।”

“ইউরোর ফাইনাল ভিন্নরকম ছিল। এবার আমরা নিরুদ্বিগ্ন থাকার চেষ্টা করেছিলাম এবং ছেলেরা জানত তাদের কি করতেই হবে এবং ঝুঁকিটা কি ছিল।”

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা দেশম এবার কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন। ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-আগে কেবল এই দুজনের কেবল এ কৃতিত্ব ছিল।