পেলের পর এমবাপে

বিশ্বকাপের মাঝপথে একবার পেলের কীর্তি ছুঁয়েছিলেন কিলিয়ান এমবাপে। ফাইনালে এসেও ফরাসি এই তারকার নাম উচ্চারিত হলো পেলের সঙ্গে। ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করেছেন তরুণ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 08:47 PM
Updated : 15 July 2018, 10:04 PM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ম্যাচে ৬৫তম মিনিটে গোলটি করেন ১৯ বছর ২০৭ দিন বয়সী এমবাপে। বাঁ দিক থেকে লুকা এরনঁদেজের পাসে প্রায় ২২ গজ দূর থেকে নিচু শটে করেন টুর্নামেন্টে তার চতুর্থ গোল।

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডটি অবশ্য পেলেরই থাকছে। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ে ১৭ বছর ২৪৯ দিন বয়সে জোড়া গোল করেছিলেন তিনি।

দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করা এমবাপেকে টুইটারে শুভেচ্ছা জানান ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।

“মাত্র দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল। ক্লাবে স্বাগতম এমবাপে। কিছু সঙ্গী পাওয়া দারুণ।”

শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপে। সেটা ছিল পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করার কীর্তি।