জাগালো-বেকেনবাওয়ারের পাশে দেশম

দেশকে আবারও বিশ্বকাপ জেতালেন দিদিয়ের দেশম। প্রথমবার খেলোয়াড় হিসেবে আর এবার কোচ হয়ে। গড়লেন অসাধারণ এক কীর্তি। ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় জন হিসেবে খেলোয়াড় ও কোচ হিসেবে জিতলেন সোনার ট্রফি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 05:43 PM
Updated : 15 July 2018, 07:05 PM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স। ১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশম।

অসাধারণ এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন জাগালো। ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন সাবেক এই ফরোয়ার্ড।

১৯৭৪ সালে ওই সময়ের পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯০ আসরে কোচ হিসেবে শিরোপাটি জেতেন জার্মানির ফুটবল কিংবদন্তি বেকেনবাওয়ার।