সুযোগ হারিয়ে সারা জীবনের অনুতাপ ইংলিশদের

বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের অনুতাপ আজীবন থাকবে বলে জানিয়েছেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 07:52 AM
Updated : 15 July 2018, 07:52 AM

বুধবার লুজনিকি স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে সমতা আনার পর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচের গোলে হ্যারি কেইনদের স্বপ্ন ভেঙে দেয় ক্রোয়েশিয়া।

সেমি-ফাইনালের পর শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে চতুর্থ হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে গ্যারেথ সাউথগেটের দল।

তবে বেলজিয়ামের কাছে হার নয় বরং ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ চারের হারই বেশি কষ্ট দিচ্ছে বলে জানান ডেলফ।

“আমি হতাশ, ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের জন্য টুর্নামেন্টটা দারুণ কেটেছে। নিজেদের নিয়ে গর্বিত হয়ে আমরা ঘরে ফিরতে পারি। কিন্তু আমি মনে করি অবসর সময়ে নিজেদের ওপরই রাগ লাগবে আমাদের।”

“আমি মনে করি আমাদের ফাইনালে পৌঁছানোর দারুণ সুযোগ ছিল এবং আমরা ব্যর্থ হলাম।”

“সেখানে আমাদের একটা সত্যিকারের সুযোগ ছিল বলে আমি মনে করি। এটা ভেবে শুধু নিকট ভবিষ্যতে নয়, আজীবন আমরা নিজেদের উপর রাগ করতে থাকব।”