চেলসি ছাড়ার চিন্তা আজারের

পরবর্তী মৌসুম শুরুর আগেই ইংলিশ ক্লাব চেলসি ছাড়ার কথা ভাবছেন বেলজিয়ামের অধিনায়ক এদেন আজার। ভবিষ্যৎ গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকে প্রাধান্য দিচ্ছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 07:00 AM
Updated : 15 July 2018, 07:00 AM

শনিবার ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হয় বেলজিয়াম। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আজার।

ম্যাচের পর সাংবাদিকদের বলেন, “চেলসিতে দারুণ ছয়টা বছর কাটানোর পর ভিন্ন কিছু খুঁজে নেওয়ার হয়তো এটাই উপযুক্ত সময়।”

“আমি থাকতে বা চলে যেতে চাই কি-না সে সিদ্ধান্তটা আমি নিতেই পারি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত চেলসিই নিবে। এই বিশ্বকাপের পরে আমি আমার আমার ক্যারিয়ার এমন পর্যায়ে  আছি যেখানে আমি পরিবতন চাইতে পারি। আমি ছুটিতে যাব এবং নিজেকে সঠিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করব।”

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরোয়ার্ড। চলতি সপ্তাহে বিন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ ক্লাবটির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন আজার।

২০১২ সালে ফরাসি ক্লাব লিল থেকে চেলসিতে যোগ দেন আজার। ছয় বছরে স্ট্যামফোর্ড ব্রিজে থেকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ শিরোপা জিতেছেন তিনি।