'নেইমারকে নিয়ে সমালোচনাটা বেশি হচ্ছে'

রাশিয়া বিশ্বকাপে তীব্র সমালোচনার শিকার হওয়া ব্রাজিল তারকা নেইমারের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ফুটবলার জিউবের্তো সিউভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 06:19 PM
Updated : 14 July 2018, 06:19 PM

পিএসজির হয়ে খেলার সময় পায়ের মেটাটারসাল হার ভেঙে ফেলায় রাশিয়া বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সময় মতো চোট কাটিয়ে দলের সঙ্গে বিশ্বকাপ মিশনে গেলেও খুব একটা ভালো করতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। পাঁচ ম্যাচে করেন মাত্র দুটি গোল। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপে ফাউলের শিকার হয়ে রেফারির সহানুভূতি পেতে দৃষ্টিকটুভাবে অভিনয় করতে দেখা গেছে নেইমারকে। এ জন্য সমালোচিতও হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

বিশ্বকাপে মান অনুযায়ী খেলতে না পারলেও নেইমার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সমপর্যায়ের খেলোয়াড় বলে মনে করেন সিউভা।

সাবেক ডিফেন্সিভ মিডফিন্ডার বলেন, "একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমি নেইমারের সমালোচনাটা উপলব্ধি করতে পারি।"

"কিন্তু এরপর থেকে এটা খুব বেশি হতে শুরু করে। আমি এটা বুঝি যে, সে পরিণত হচ্ছে। তার শেখার অনেক কিছু আছে। সেসব তাকে শিখতে হবে। আমি মনে করি, সবাই বড় মাপের এই খেলোয়াড়কে নিয়ে কথা বলে।"

নেইমার, রোনালদো বা মেসির মতো খেলোয়াড়দের ক্ষেত্রে বাজে কিছু হলেই সমালোচনা বেশি হয় বলে মনে করেন সিলভা।

"তারা এদের মধ্যে কাউকে বেছে নেয় যাতে তারা তথ্য (সংবাদ) বিক্রি করতে পারে।"