সেরেনাকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন কেরবার

সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন জার্মানির আঞ্জেলিক কেরবার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 05:28 PM
Updated : 14 July 2018, 05:28 PM

শনিবার মেয়েদের এককের ফাইনালে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে ৬-৩, ৬-৩ গেমে হারান একাদশ বাছাই কেরবার। এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি।

ছেলেদের এককে ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমি-ফাইনালে পাঁচ ঘণ্টা ১৬ মিনিট স্থায়ী লড়াইয়ে দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদালকে ৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮ গেমে হারান দ্বাদশ বাছাই সার্বিয়ার এই খেলোয়াড়।

২০১৬ সালের পর প্রথম কোনো গ্ল্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হবেন জোকোভিচ।