রেকর্ড গড়া ম্যাচ জিতে উইম্বলডনের ফাইনালে অ্যান্ডারসন

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সেমি-ফাইনালের সাক্ষী হলো উইম্বলডন। আর সে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারিয়ে ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 07:48 PM
Updated : 13 July 2018, 07:56 PM

শুক্রবার সেন্টার কোর্টে ৬ ঘণ্টা ৩৫ মিনিট স্থায়ী পাঁচ সেটের রোমাঞ্চকর ম্যাচটি ৭-৬, ৬-৭, ৬-৭, ৬-৪, ২৬-২৪ গেমে জিতেছেন অ্যান্ডারসন।

পঞ্চম ও শেষ সেটটি শেষ হতে সময় লাগে ২ ঘণ্টা ৫০ মিনিট।

আগামী রোববার শিরোপা লড়াইয়ে স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন অষ্টম বাছাই অ্যান্ডারসন।

এর আগে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সবচেয়ে বেশি সময় নেওয়া সেমি-ফাইনালের রেকর্ডটি হয়েছিল ২০১২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। ৫ ঘণ্টা ৫৩ মিনিট স্থায়ী ওই ম্যাচে নাদালকে হারিয়েছিলেন জোকোভিচ।

উইম্বলডনের ইতিহাসে আগের সবচেয়ে লম্বা সেমি-ফাইনাল হয়েছিল ২০১৩ আসরে; হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারাতে ৪ ঘণ্টা ৪৪ মিনিট সময় লেগেছিল জোকোভিচের।

টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে ইসনারের নাম। ২০১০ উইম্বলডনের প্রথম রাউন্ডে ফ্রান্সের নিকোলা মাহুর বিপক্ষে ১১ ঘণ্টা ৫ মিনিটের লড়াইটি অবশ্য জিতেছিলেন ইসনার। সেই ম্যাচে শেষ সেটটি ৭০-৬৮ গেমে জিতেছিলেন তিনি।

গত বছরের ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে যাওয়া অ্যান্ডারসন ১৯২১ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন।