রোনালদো রিয়াল ছাড়ায় হতাশ মদ্রিচ

ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ায় হতাশ ক্লাবটির মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্লাবটিতে অসাধারণ অবদানের জন্য পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ধন্যবাদ জানিয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 12:17 PM
Updated : 13 July 2018, 12:17 PM

রিয়ালের হয়ে দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত মঙ্গলবার ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন রোনালদো।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন রোনালদো। জিতেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেন রেকর্ড ৪৫০ গোল।

মদ্রিচের নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলছে ক্রোয়েশিয়া। মস্কোয় রোববার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে রোনালদোর রিয়াল ছাড়া নিয়েও কথা বলেন মদ্রিচ।

“আমি চেয়েছিলাম ক্রিস্তিয়ানো থাকুক। সে অনন্য। তার চলে যাওয়াটা একটা হতাশার বিষয়।”

“রিয়াল মাদ্রিদে সে যা করেছে সেসবের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাদ্রিদের বিপক্ষে খেলা ছাড়া আমি তার সর্বোচ্চ মঙ্গল কামনা করি।”