বার্সেলোনায় ফরাসি ডিফেন্ডার লংলে

সেভিয়ার ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে দলে নিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন ফ্রান্সের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 07:30 PM
Updated : 12 July 2018, 07:30 PM

লংলের ব্যাপারে অনেক দিন ধরে আগ্রহ দেখানো বার্সেলোনা বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে খবরটি জানায়। ২৩ বছর বয়সী এই খেলোয়াড়কে পেতে তার বাই আউট ক্লজের তিন কোটি ৫৯ লাখ ইউরো পরিশোধ করেছে তারা।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করবেন লংলে। ক্লাবটিতে এই সেন্টার-ব্যাকের বাই আউট ক্লজ হবে ৩০ কোটি ইউরো। 

বার্সেলোনার মূল দলের পঞ্চম সেন্টার-ব্যাক হলেন লংলে। তবে টমাস ভারমালেন, সামুয়েল উমতিতি ও ইয়েরি মিনা দল ছাড়তে পারেন বলে গুঞ্জন আছে।