নিজেকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার দাবি লভরেনের

দলকে বিশ্বকাপ ফাইনালে তোলার পথে অবদান রেখে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বলে দাবি করেছেন ক্রোয়েশিয়ার দেয়ান লভরেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 12:28 PM
Updated : 12 July 2018, 12:28 PM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা গোলতাদা হ্যারি কেইনকে ম্যাচটিতে আটকে রাখতে নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করেন লভরেন।

গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল লভরেনের ক্লাব লিভারপুল। তবে রক্ষণের দুর্বলতা নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল ক্লাবটিকে। বিশ্বকাপে দেশের হয়ে ফাইনালে ওঠার পর লভরেন বিন স্পোর্টসকে জানান, তার সামর্থ্য প্রমাণ হয়েছে।

“আমি মানুষকে বলতে শুনেছি যে, আমি একটা কঠিন মৌসুম কাটিয়েছি। কিন্তু আমি তাতে একমত নই।”

“আমি লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছি আর এখন আমার জাতীয় দলের সঙ্গে আমরা বিশ্বকাপের ফাইনালে।”

“আমি মনে করি, আজেবাজে কথা না বলে মানুষের এখন স্বীকার করা উচিত যে আমি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার।”

রাশিয়া বিশ্বকাপে দলের অসাধারণ পথচলায় নেতৃত্ব দেওয়া লুকা মদ্রিচের উচ্ছ্বসিত প্রশংসা করেন লভরেন। 

“মদ্রিচ অন্যতম সেরা নয়, সে বিশ্বের সেরা মিডফিল্ডার। আর আমরা যদি বিশ্বকাপ জিতি তাহলে ব্যালন ডি’অর তার প্রাপ্য।”

১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেক আসরে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। এবার তা ছাড়িয়ে যেতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা মদ্রিচ। এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে দারুণ খেলা এই মিডফিল্ডার করেছেন দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল।  

আগামী রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।