ক্রোয়েশিয়ার কাছে হার অনেক দিন কষ্ট দেবে কেইনকে

বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হার অনেক দিন কষ্ট দেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 11:17 AM
Updated : 12 July 2018, 11:17 AM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ২-১ গোলে হেরে ১৯৬৬ সালের পর আবার শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় ইংলিশদের। তাই খুব হতাশ এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কেইন।

"এটা কঠিন, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। সমর্থকরা ছিল অসাধারণ। এটা কঠিন একটা ম্যাচ ছিল, ৫০-৫০ ম্যাচ। পেছনে তাকালে মনে হবে কিছু ক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারতাম।”

"আমরা যতটা সম্ভব কঠোর পরিশ্রম করেছিলাম…এটা কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে এবং এটা অনেক দিন কষ্ট দিবে। তবে আমরা যতটা ভেবেছিলাম, আমাদের যাত্রাটা এর চেয়েও চমৎকার হয়েছে।”

কিরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ। আর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জ্লাতকো দালিচের দল।

“১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা গোলের কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। হয়তো আমরা খানিকটা রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম। তবে কোনো অজুহাত নেই, এই ধরনের ম্যাচে ব্যবধান খুব সামান্য হয়।”