ইংল্যান্ড ম্যাচের আগে জ্বরে পড়েছিলেন রাকিতিচ

সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে জ্বরে পড়েছিলেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 08:24 AM
Updated : 12 July 2018, 08:30 AM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার ম্যাচটি ২-১ গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। দলের এই অর্জনে লুকা মদ্রিচের সাথে মাঝ মাঠে দারুণ অবদান রাখেন রাকিতিচ।

জ্বরের কারণে রাকিতিচ না খেলতে পারলে সেটা জ্লাতকো দালিচের দলের জন্য বড় একটি ধাক্কা হয়ে আসতে পারতো। তবে বার্সেলোনার এই খেলোয়াড় জানালেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য সম্ভাব্য সবকিছু করেছিলেন তিনি।    

“গত (মঙ্গলবার) রাতে আমি জ্বরে ভুগছিলাম, প্রায় ৩৯ (ডিগ্রি সেলসিয়াস)।”

“খেলার জন্য শক্তি পেতে আমি বিছানায় শুয়ে ছিলাম। এটা কাজে দিয়েছে। দরকার হলে একটা পা ছাড়া হলেও আমি ফাইনাল খেলব।”

ইংল্যান্ড দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা উন্মাদনা রাকিতিচদেরও নজর এড়ায়নি। তবে তা ক্রোয়েশিয়াকে জিততে আরও অনুপ্রাণিত করেছিল বলেও জানান ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।

“সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলো আপলোড করে তারা মনে করেছিল তারা ফাইনালে উঠে গেছে।”

“তারা তাদের এসব কাজ চালিয়ে যেতে পারে কিন্তু রোববার (ফাইনাল) খেলব আমরাই।”

আগামী রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতার চূড়ান্ত লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।