বাজিতে হারায় ব্রাসেলসের মেট্রোয় ফ্রান্স দলের সঙ্গীত!

একে তো ফ্রান্সের কাছে হেরে বেলজিয়ান সমর্থকদের স্বপ্ন ভেঙেছে। তার ওপর বুধবার সকালে কাজে বেরিয়ে রাজধানী ব্রাসেলসের মেট্রোয় উঠে তাদের ফ্রান্সের জাতীয় ফুটবল দলের সঙ্গীতও শুনতে হয়েছে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 12:35 PM
Updated : 11 July 2018, 12:35 PM

সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে গত মঙ্গলবার ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি বেলজিয়ামের।

এ ম্যাচ নিয়ে প্যারিসের পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বাজি ধরেছিল ব্রাসেলসের পরিবহন কর্তৃপক্ষ। যদি বেলজিয়াম জিতত তাদের প্যারিসের সাঁত-লাজার স্টেশনের নাম বদলে বেলজিয়ামের তারকা এদেন আজারের সম্মানে ‘সাঁত আজার’ নাম রাখতে হতো।

কিন্তু ফ্রান্স জেতায় বাজির শর্ত অনুযায়ী ব্রাসেলসের মেট্রোয় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজানো হয় ফরাসি গায়ক জনি অ্যালিদের গাওয়া ফ্রান্স ফুটবল দলের থিম সং।

অবশ্য ব্রাসেলসবাসীর সান্ত্বনা যে অ্যালিদের বাবা বেলজিয়ান। গত বছর অ্যালিদের মৃত্যুর পর তার সেরা গানগুলো ট্রেনে এবং ব্রাসেলসের কেন্দ্রে গ্র্যান্ড প্যালেসে লাউডস্পিকারে বাজানো হয়েছিল।