আতলেতিকোর সঙ্গে ফ্রান্সের তুলনা গ্রিজমানের
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2018 04:09 PM BdST Updated: 11 Jul 2018 04:09 PM BdST
বেলজিয়ামের বিপক্ষে সেমি-ফাইনালে ফ্রান্সের খেলার সঙ্গে নিজের ক্লাব আতলেতিকো মাদ্রিদের খেলার ধরনের মিল খুঁজে পাচ্ছেন অঁতোয়ান গ্রিজমান। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পর সতীর্থদের পারফরম্যান্সে খুশি ফরাসি এই ফরোয়ার্ড।
সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে মঙ্গলবার সামুয়েল উমতিতির একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ফাইনালে ওঠে ফ্রান্স। লুজনিকি স্টেডিয়ামে আগামী রোববার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দল।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোর ফাইনাল খেলেছিল দিদিয়ের দেশমের দল। অবশ্য পর্তুগালের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে সেবার শিরোপা অধরা থেকে যায়। রাশিয়ায় সেই হতাশা কাটাতে চান গ্রিজমান।
“আমি আমার সতীর্থদের পারফরম্যান্সে খুশি। আমরা তাদের প্রতিহত করেছি এবং সেট পিস থেকে একটা গোল করেছি। এটা ছিল অনেকটা আতলেতিকো মাদ্রিদের মতো।”
“আমরা যে আনন্দ দিতে পারি তা দেখাটা দারুণ। টুর্নামেন্টটা শুরুর সময়ে এ রকম গোলের লক্ষ্য আমি ঠিক করেছিলাম।”
বিশ্বকাপে ফ্রান্সের সাফল্যের অন্যতম কারিগর ২৭ বছর বয়সী গ্রিজমান। নিজে তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে