ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে রেফারি উরুগুয়ের কুনিয়া

ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যকার বিশ্বকাপ সেমি-ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 03:50 PM
Updated : 9 July 2018, 03:52 PM

সোমবার খবরটি জানিয়েছে ফিফা।

ফ্রান্সের কাছে অবশ্য অচেনা নন কুনিয়া। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফরাসিদের প্রথম ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর বাইরে টুর্নামেন্টে আর একটি ম্যাচেই দেখা গেছে তাকে। 'বি' গ্রুপে ইরান ও স্পেনের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেছিলেন ৪১ বছর বয়সী এই রেফারি। 

ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্রিজমানকে জশুয়া রিসডন ফাউল করলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে স্পট কিকের বাঁশি বাজান তিনি। আর সেটাই ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রযুক্তির সহায়তায় দেওয়া প্রথম পেনাল্টি। 

দুই ম্যাচে অস্ট্রেলিয়ার তিন জন, ইরানের দুই জন ও ফ্রান্সের এক জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত এই রেফারি। চলতি আসরে এখনও লাল কার্ড ব্যবহার করেননি কুনিয়া।