রিয়ালেই থাকবে রোনালদো, প্রত্যাশা মদ্রিচের

সংবাদ মাধ্যমে খবর, রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে নাম লেখাতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ ফরোয়ার্ড সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকবেন বলে আশা ক্লাবটিতে তার সতীর্থ লুকা মদ্রিচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 09:56 AM
Updated : 8 July 2018, 09:56 AM

রোনালদোর পক্ষ থেকে সেরি আ চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিতও পাওয়া গেছে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছায় ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় মাদ্রিদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তার এজেন্ট জোর্জে মেন্দেস।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, রোনালদোকে পেতে রিয়ালকে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে ইউভেন্তুস। সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডের বেতন ধরা হতে পারে বছরে ৩ কোটি ইউরো।

রোনালদোকে অন্য কোনো ক্লাবে কল্পনা করাটাও কঠিন লাগছে মদ্রিচের কাছে। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার নতুন মৌসুমেও রিয়ালেই থাকবে বলে বিশ্বাস ক্রোয়েশিয়ার অধিনায়কের।  

"আমি মনে করি, সে থাকবে। এটা আমার মতামত। সে থাকলে খুব ভালো হবে। কারণ আমি তাকে ইউরোপের অন্য কোনো ক্লাবে কল্পনা করতে পারি না।"

"আমি চাই, সে থাকুক। কারণ সে বিশ্বের সেরা খেলোয়াড়। দলের জন্য সে অনেক কিছু এবং আশা করি, সে থাকবে। আমরা দেখবো, কী ঘটে।"