'মেসিকে বিদায় করেছি, আজারকেও রুখবো'

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আটকে রাখতে পেরে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন লুকা এরনঁদেজ। ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের এদেন আজারকেও দল রুখতে পারবে বলে দৃঢ় বিশ্বাস ফরাসি ডিফেন্ডার এরনঁদেজের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 05:07 PM
Updated : 7 July 2018, 09:46 PM

শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। তাতে ভেঙে যায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

শুক্রবার নিজনি নভগোরোদে কোয়ার্টার-ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফ্রান্স। সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে শেষ চারে ওঠা বেলজিয়াম।

অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুর্দান্ত খেলা আজার ও লুকাকু ফ্রান্সের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে ধারণা এরনঁদেজের। তবে ফর্মে থাকা এই দুই খেলোয়াড়কে আটকানো নিয়ে দল ভীত নয় বলে জানালেন এই লেফট-ব্যাক।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসিকে রুখে দেওয়ার ব্যাপারটি তুলে ধরেন এরনঁদেজ।

"আমরা এরই মধ্যে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে বিদায় করে দিয়েছি। বল তিনি স্পর্শ করতেই পারেননি। এটাই সত্যি।"

"বেলজিয়ামের বিপক্ষেও আমাদের অনেক খেলোয়াড় আছে যারা নিশ্চিত করবে, আজার যেন যতটা সম্ভব কম বল পায়।"