নেইমারকে গুয়ার্দাদোর খোঁচা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে উপহাস করেছেন মেক্সিকোর মিডফিল্ডার আদ্রেয়াস গুয়ার্দাদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 10:38 AM
Updated : 7 July 2018, 11:40 AM

টুর্নামেন্টের শেষ ষোলোয় মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। সে ম্যাচে একটি গোল করার পাশাপাশি অন্যটিতে অবদান রাখেন নেইমার। ম্যাচের পর মেক্সিকোকে উদ্দেশ্য করে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “তারা বড্ড বেশি কথা বলছিল। আর এখন তারা বাড়ি যাচ্ছে।”

শুক্রবার কাজান অ্যারেনায় শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বর্তমানে রিয়াল বেতিসে খেলা গুয়ার্দাদো অবশ্য ক্লাব পর্যায়েও খেলেছেন নেইমারের বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকা যখন বার্সেলোনায় ছিলেন তখন মেক্সিকান প্লে মেকারের ঠিকানা ছিল ভালেন্সিয়া। ব্রাজিলের হারের পর ইনস্টাগ্রামে গুয়ার্দাদো লিখেন, “আর এখন কে বাড়ি যাচ্ছে?”

বেলজিয়ামের বিপক্ষে ৯টি শট লক্ষ্যে রেখে মাত্র একটি গোল করার কিছুটা দায় নিতে হবে নেইমারকেও। পিছিয়ে পড়ার পর মরিয়া আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় হার মানতে হয় সেলেসাওদের। চলতি আসরে দলের সবচেয়ে বড় এই তারকা করতে পেরেছেন দুই গোল।