ফ্রান্সকে আরও নিখুঁত হওয়ার তাগিদ দেশমের

দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ছিটকে দিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে এলেও ফ্রান্সের খেলা ‘পুরোপুরি নিখুঁত’ ছিল না বলে মনে করেন দলটির কোচ দিদিয়ের দেশম। বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে তাই এমবাপে-গ্রিজমানদের আরও উন্নতির তাগিদ দিচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 07:53 AM
Updated : 7 July 2018, 07:53 AM

গ্রুপ পর্বে মোটামুটি খেলার পর পর নকআউট পর্বের শুরুতেই ফ্রান্স জ্বলে ওঠে। কোয়ার্টার-ফাইনালে ওঠার রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় তারা। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াই ২-০ গোলে জয়ের পথেও মুগ্ধতা ছড়িয়েছিল দেশমের দল। তবে কোচ আরও উন্নতির জায়গা দেখছেন।

“আমাদের গ্রুপ পর্ব জটিল ছিল। আমরা উজ্জ্বল ছিলাম না কিন্তু বাস্তববাদী এবং কার্যকর ছিলাম। গ্রুপ পর্বে আমার গতিময় ছিলাম না কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে আমাদের শক্তি বেড়েছে।”

“উরুগুয়ের বিপক্ষে আমরা আরও ভালো খেলেছিলাম কিন্তু এখনও কিছু খুঁত রয়েছে। আমাদের এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে।”

“আমার একটা তরুণ স্কোয়াড আছে যারা এখন একটা দল হয়ে কাজ করছে, আরও বেশি দৃঢ় হচ্ছে। আপনি তাদের ইতিবাচক মানসিকতা দেখতে পারেন এবং তারা অনেক উন্নতি করছে।”

আগামী মঙ্গলবার সেন্ত পিতার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় প্রথম সেমি-ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।