রোনালদোর আসার গুঞ্জনে ইউভেন্তুসের শেয়ারের দাম বাড়ল

আনুষ্ঠানিকভাবে ইউভেন্তুসের সঙ্গে কোনো চুক্তি করেননি ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে কোনো বিবৃতিও দেয়নি কোনো পক্ষই। কিন্তু পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনে দাম বাড়ছে তাদের শেয়ারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2018, 07:24 AM
Updated : 6 July 2018, 07:24 AM

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, পর্তুগাল অধিনায়ককে পেতে রিয়াল মাদ্রিদকে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে ইউভেন্তুস। ৩৩ বছর বয়সী তারকার বছরে বেতন ধরা হবে ৩ কোটি ইউরো।
 
চলতি সপ্তাহের শুরুতে রোনালদোর দল বদলের এই গুঞ্জন ওঠার পর নাটকীয়ভাবেই দাম বেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের শেয়ারের। এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝির পর সর্বোচ্চ সীমায় পৌঁছেছে ক্লাবটির শেয়ারের মূল্য।  
 
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখানো রোনালদো নয় মৌসুমে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জিতেছেন অসংখ্য শিরোপা। গড়েছেন ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।