নেইমার যা খেলছেন তাতেই খুশি তিতে

রাশিয়া বিশ্বকাপে এখনও নেইমার নিজের সেরাটা মেলে ধরতে পারেননি। তবে যতটুকু পেরেছেন তাতেই খুশি ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 04:07 PM
Updated : 6 July 2018, 10:50 AM

রাশিয়ায় খেলা চার ম্যাচের মধ্যে মেক্সিকোর বিপক্ষেই সবচেয়ে ভালো খেলেন পিএসজির এই ফরোয়ার্ড। দলকে এগিয়ে নেওয়ার পর রবের্ত ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মিগেল লাইয়ুনের বুটের আলতো টোকায় নেইমারের ‘নাটুকেপনা’ দেখে অনেকেই সমালোচনা করেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড অবশ্য বরাবরের মতোই কোচ তিতেকে পাশে পাচ্ছেন।

“আমি এরই মধ্যে নেইমার সম্পর্কে কথা বলেছি এবং আমি এটা নিয়ে, সে সময় কি ঘটেছিল তা নিয়ে খুবই নিশ্চিত। আপনাদের উচিত ভিডিও দেখা; আপনাদের সবাইকে কেবল ছবিগুলো দেখতে হবে।”

“সে তার সেরা অবস্থায় না থাকলেও আমি খুশি। সে শুধু ড্রিবিলিং করছে না, কাজ করছে, রক্ষণে সাড়া দিচ্ছে।”

“আপনারা দেখে থাকবেন যে সে দলীয়ভাবে কতটা অংশ নিচ্ছে। বল পায়ে কাজ করছে, জায়গা তৈরি করছে। কখনও কখনও প্রতিআক্রমণে উঠছে।”

গত ফেব্রুয়ারিতে পায়ের মেটাটারসাল ভেঙেছিল নেইমারের। পিএসজি ফরোয়ার্ডের দ্রুত চোট কাটিয়ে ফেরা নিয়েও মুগ্ধ তিতে।

“নেইমারের উন্নতি করবে এটা জানতে আপনার দক্ষ হওয়ার দরকার নেই এবং আমরা তাকে অনুসরণ করছিলাম। এই পর্যায়ে আসতে সে কতটা কষ্ট করেছে তা মেডিকেল টিম এবং ফিজিশিয়ান জানে। তারা জানে এখানে আসতে তার কি করতে হয়েছে।”

“আমি জানি এ ধরনের চোট থেকে সেরে উঠতে সময় লাগে। সে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠেছিল; কেন না সে দারুণ এক খেলোয়াড়। সে দ্রুতই তার কাজ শুরু করেছিল।”

কাজান অ্যারেনায় আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।