কাজানের দেয়ালে মেসি-রোনালদোর সঙ্গে নেইমারও

কাজানের ম্যুরাল শিল্পীদের জন্য সময়টা বড় ব্যস্ততায় কাটছে। এর আগে লিওনেল মেসির মুখ রক্ষা করতে দ্রুত আঁকতে হয়েছিল তার ম্যুরাল। আর বৃহস্পতিবার সকালে আবারও তাদের ফিরতে হয়েছে কাজে, এবার নেইমারের মুখচ্ছবি আঁকতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 12:52 PM
Updated : 6 July 2018, 10:52 AM

২০১৭ সালের কনফেডারেশন্স কাপের সময় কাজানের রামাদা হোটেলে ছিল পর্তুগাল দল। রোনালদো যেন হোটেল রুম থেকে নিজের মুখচ্ছবি দেখতে পারেন, সেজন্য পাশের ভবনের দেয়াল জুডে আঁকা হয়েছিল তার ম্যুরাল। কদিন আগে কাজানে শেষ ষোলোর ম্যাচ খেলতে এসে আর্জেন্টিনা দলও ছিল এই হোটেলে। তাই রাতারাতি কাছের আরেকটি দেয়ালে আঁকা হয় মেসির মুখ।

তবে নেইমারের ম্যুরাল মেসি-রোনালদোর ধারে কাছে না, ব্রাজিল দল অতিথি হয়েছে দ্য মির্যাজ হোটেলে। কাছের এক ভবনের দেয়ালে আঁকা হলো নেইমারের ছবি।