ইংল্যান্ডের ফুটবলারদের ‘অভিনয়ের’ সমালোচনায় মরিনিয়ো

ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচ নিয়ে আলোচনা, সমালোচনা চলছেই। এবার কলম্বিয়াকে হারানো ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের ‘অভিনয়ের’ সমালোচনা করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 08:37 AM
Updated : 5 July 2018, 08:37 AM

মস্কোতে গত মঙ্গলবার দুই দলের ম্যাচ ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে ইংল্যান্ড। ওই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি, যার মধ্যে ৬টি পেয়েছিল কলম্বিয়া।
 
কলম্বিয়া ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের আচরণ, বিশেষ করে লেস্টার সিটির ডিফেন্ডার হ্যারি মাগুইয়ারের ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের প্রচেষ্টার সমালোচনা করেন মরিনিয়ো।
 
“আমার কাছে যেটি নেতিবাচক বিষয় হচ্ছে, আমি মনে করি সেখানে খেলোয়াড়রা থিয়েটারের অতিরঞ্জিত দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল।”
 
“হ্যারি মাগুইয়ার মতো সেন্ট্রাল ডিফেন্ডারের ডাইভ দেওয়া দেখে আমি বিস্মিত হয়েছিলাম। এমনিতে সে খুবই সৎ একজন মানুষ! সে কিনা ডি-বক্সে ডাউভ দিয়ে রেফারিকে ভিএআর দেখতে বলেছে।”
 
“প্রতিটি দলের খেলোয়াড়রা অনেক ডাইভ দিচ্ছে, অনেক ভান করছে এবং রেফারির ওপর অনেক চাপ তৈরি করছে।”
 
এতে খেলার মান নষ্ট হচ্ছে বলে মনে করেন পর্তুগিজ এই কোচ।