কলম্বিয়ার বিদায় মানতে পারছেন না মিনা

শেষ সময়ে গোল করে কলম্বিয়ার আশা টিকিয়ে রেখেছিলেন ইয়েরি মিনা। টাইব্রেকারে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা তাই মানতে পারছেন না এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 08:28 AM
Updated : 4 July 2018, 10:03 AM

স্পার্তাক স্টেডিয়ামে গত মঙ্গলবার শেষ ষোলোয় দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য গড়িয়েছিল টাইব্রেকারে যাতে ৪-৩ গোলে হারে কলম্বিয়া।

হ্যারি কেইনের পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে কলম্বিয়াকে সমতায় ফেরান টুর্নামেন্টে হেডে তিন গোল করা মিনা।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছিল কলম্বিয়া। রাশিয়াতে সম্ভাবনা জাগিয়েও তার পুনরাবৃত্তি করতে পারল  না তারা। এটা দলের জন্য বড় ধাক্কা বলে মুন্দো দেপোর্তিভোকে জানান মিনা।

“এটা বিশাল ধাক্কা ছিল। আমরা হারের যোগ্য নই। আমরা ইংল্যান্ডের চেয়ে বেশি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমরা পেনাল্টির আগে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারিনি।”

“এটা পুরো দলের জন্য ধাক্কা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে দেশের জন্য আমাকে আরেকটা গোল করার সুযোগ দিয়েছিলেন এবং আমি অতিরিক্ত সময়ে সত্যিই ভেবেছিলাম আমরা জিততে পারি।”

পালমেইরাস ছেড়ে গত জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিনা। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার গত মৌসুমের অর্ধেকটায় কাতালান দলটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন।