চোট শঙ্কায় পড়েছিলেন সুয়ারেস, অনুশীলন করেননি কাভানি

দলের সঙ্গে অনুশীলন করতে নেমে চোটে পড়ার শঙ্কায় পড়েছিলেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আর অনুশীলনই করতে পারেননি চোটে পড়া আরেক ফরোয়ার্ড এদিন কাভানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 03:26 PM
Updated : 3 July 2018, 03:26 PM

নিজনি নভগোরোদে মঙ্গলবার অনুশীলনের সময় ডান পায়ে অস্বস্তি নিয়ে থমকে যান সুয়ারেস। খুঁড়িয়ে খুঁড়িয়ে সাইডলাইনে যেতে হয় তাকে। অবশ্য ফের অনুশীলনে ফিরেন বার্সেলোনার ফরোয়ার্ড। তবে এই ঘটনা ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে উরুগুয়ের কোচ অস্কার তাবারেসের জন্য। আগামী শুক্রবার নিজনি নভগোরোদ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তার দল।

শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে দলের ২-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করা কাভানি ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। দারুণ ফর্মে থাকা পিএসজির এই খেলোয়াড় মঙ্গলবার জিম করলেও দলের সঙ্গে অনুশীলনে যাননি।

সোমবার উরুগুয়ের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছিল কাভানির চোটাক্রান্ত জায়গার স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে তার বাঁ পায়ের কাফ ফুলে আছে। তবে মাংশপেশি ছেঁড়েনি। ফলে ফ্রান্সের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বেড়েছে।