জার্মানির কোচ থাকছেন লুভ

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পরও কোচ ইওয়াখিম লুভের উপর আস্থা হারাচ্ছে না জার্মান ফুটবল ফেডারেশন। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে জার্মানির কোচের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 02:12 PM
Updated : 3 July 2018, 02:12 PM

চলতি বছরের মে মাসে দুই বছর মেয়াদ বাড়ানোয় দেশটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে লুভের।

রাশিয়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটা হয়েছিল মেক্সিকোর কাছে হেরে। এরপর সুইডেনের বিপক্ষে জয় পেলেও গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারে ছিটকে যায় তারা। তলানিতে থেকে বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি।

এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি রাইনহার্ড গ্রিনডেল বলেন, “ইওয়াখিম লুভকে নিয়ে আমরা খুব ভালোভাবে নিশ্চিত। আমাদের এমন একজন জাতীয় দলের কোচ আছেন যিনি পরিস্থিতি খুব ভালো বিশ্লেষণ করতে পারবেন, সঠিক পদক্ষেপ নিবেন এবং আবারও আমাদের দলকে সাফল্যের পথে নেতৃত্ব দিবেন।”

এমন সিদ্ধান্তের পর ৫৮ বছর বয়সী লুভ বলেন, “যে আত্মবিশ্বাস ডিএফবি আমার ওপর রেখেছে তাতে আমি অনেক কৃতজ্ঞ।”

১২ বছর ধরে জার্মানির জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন লুভ। ২০০৬ সালের বিশ্বকাপের পর নিয়োগ পান। ২০১৪ সালে দেশকে এনে দেন বিশ্বকাপ শিরোপা। রাশিয়া বিশ্বকাপের আগে তার অধীনে খেলা প্রতিটি বড় টুর্নামেন্টে কমপক্ষে সেমি-ফাইনালে পৌঁছেছে জার্মানি।