ডেনিশ ফুটবলারকে মৃত্যুর হুমকি

টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর হুমকি পেয়েছেন ডেনমার্কের ফরোয়ার্ড নিকোলাই ইয়োরগেনসেন। মঙ্গলবার দেশটির পুলিশকে বিষয়টি জানিয়েছে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 10:35 AM
Updated : 3 July 2018, 10:35 AM

নিজনি নভগোরোদে রোববার টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে পেনাল্টি শুট আউটে শেষ শটটি নেন ইয়োরগেনসেন। গোলরক্ষক সুবাসিচ তার শট ঠেকিয়ে দেওয়ার পর ইভান রাকিতিচ বল জালে জড়ালে ম্যাচ জিতে নেয় ক্রোয়াটরা।

এরপর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমর্থকদের আক্রমণের শিকার হন এই ফুটবলার। তার ইনস্টাগ্রাম ও ফেইসবুক প্রোফাইলে অবমাননাকর ভাষায় নানা মন্তব্যের পাশাপাশি মৃত্যু হুমকিও দেওয়া হয়।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, “থামুন, আমাদের সমাজ অবশ্যই কখনও মৃত্যু হুমকিকে মেনে নেবে না, বিশ্বকাপের তারকা, রাজনীতিবিদ বা কারো বিরুদ্ধেই নয়। এটা একদম মেনে নেওয়ার মতো নয় এবং ঘৃণ্য আচরণ। আমরা এই পাগলামি থামাতে পুলিশকে জানিয়েছি।”