জার্মানিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল ব্রাজিলের

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে জেতা ম্যাচে জার্মানিকে ছাড়িয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 04:27 PM
Updated : 2 July 2018, 09:57 PM

সামারায় সোমবার রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি ২-০ গোলে জিতেছে তিতের দল।

৫১তম মিনিটে নেইমারের গোলে রেকর্ড নিজেদের করে নেয় বাজিল। বিশ্বকাপে ব্রাজিলের এটি ২২৭তম গোল।

২২৬ গোল নিয়ে এতদিন যৌথভাবে তালিকার শীর্ষে ছিল ব্রাজিল ও জার্মানি। গতবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ায় রেকর্ডটাকে আরও উঁচুতে নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল।

আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়াম ও জাপানের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে তিতের ব্রাজিল।

গোলের তালিকায় ব্রাজিল ও জার্মানির অনেক পিছনে আছে বাকিরা। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মোট গোল ১৩৭টি। ১০০ এর বেশি গোল আছে আর মাত্র দুটি দলের; ইতালি (১২৮) ও ফ্রান্স (১১৩)।

এবারের আসর থেকে এরই মধ্যে বিদায় নেওয়া স্পেনের গোল ৯৯।