পাকা দাড়ি নিয়ে ২০২২ বিশ্বকাপ খেলার ইচ্ছা রামোসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2018 07:20 PM BdST Updated: 02 Jul 2018 07:20 PM BdST
রাশিয়ায় শেষ ষোলো থেকে বাদ পড়ার কষ্টটাই ২০২২ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে তাকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন সের্হিও রামোস।
২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৬ বছর। সাদা হয়ে যেতে পারে দাড়ি। তাতে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার ইচ্ছায় কোনো কমতি আসবে না বলে মনে করেন রামোস।
রোববার শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নেয় অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করা স্পেন।
ম্যাচ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন স্পেনের ৩৪ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। আর এ বছরের শুরুতে ৩১ বছর বয়সী ডিফেন্ডার জেরার্দ পিকে জানিয়েছিলেন, রাশিয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলে আর খেলবেন না তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিতে পারেন স্পেনের সোনালী প্রজন্মের আরও দুই সদস্য ৩৫ বছর বয়সী গোলরক্ষক পেপে রেইনা, ৩২ বছর বয়সী মিডফিল্ডার দাভিদ সিলভাও।
তবে সে রাস্তায় হাঁটছেন না রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রামোস।
আরও একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে রামোস বলেন, "আমি অনেক পরিবর্তনের পক্ষে নই। এটা কোনো চক্রের শেষ নয়। পিকে ও ইনিয়েস্তা এমন খেলোয়াড় যারা খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে অন্যরা দারুণভাবে উঠে আসছে।…আমি আরও অনেক বছর খেলে যেতে চাই। ভয়াবহ এক কষ্ট নিয়ে আমি বিশ্বকাপ ছেড়ে যাচ্ছি। পাকা দাড়ি নিয়েও কাতারে যাওয়ার ইচ্ছা আমার।"
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
-
‘রাজনৈতিক চাপে’ বাতিল ইরান-কানাডা ফুটবল ম্যাচ
-
ফাইনালের পর ‘বিশেষ কিছু’ জানাবেন মানে
-
চিলির দায়িত্বে আর্জেন্টাইন কোচ বেরিস্সো
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের সবশেষ ব্যর্থতাই লিভারপুলের প্রেরণা
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
- ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক