গ্যালারির মুখ: ক্রোয়েশিয়া-ডেনমার্ক

টান টান উত্তেজনা। এই বিষাদ, এই উচ্ছ্বাস। ক্রোয়েশিয়া ও ডেনমার্কের মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ের শেষটায় এমনই ছিল নিজনি নভগোরোদ গ্যালারির দৃশ্য। শেষ পর্যন্ত উচ্ছ্বাস সঙ্গী হলো ক্রোয়েশিয়া সমর্থকদের; ডেনমার্ক সমর্থকদের কান্না। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 09:46 PM
Updated : 1 July 2018, 09:46 PM