মেক্সিকোর বিপক্ষে নেই ব্রাজিলের মার্সেলো

মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল একাদশে চোটে পড়া মার্সেলো থাকবে না বলে জানিয়েছেন কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 07:45 PM
Updated : 1 July 2018, 07:45 PM

মার্সেলো ছাড়া সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশই খেলানো হতে পারে  বলে জানান তিতে। পিঠের ব্যথার কারণে ওই ম্যাচের দশম মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মার্সেলোর জায়গায় নামা ফিলিপে লুইস মেক্সিকোর বিপক্ষে শুরুতেই নামবেন্

সামারা অ্যারেনায় আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ‍মুখোমুখি হবে দুই দল। রোববার দলের সঙ্গে মার্সেলো অনুশীলন করায় তার খেলার আশা জাগে। কিন্তু তিতের মনে হচ্ছে পুরোটা সময় খেলার মতো প্রস্তুত নন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

“স্বাভাবিক পরিস্থিতিতে শুরুর একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা স্বাভাবিকই। …সে অনুশীলনে এসেছিল, সে অংশ নিতে চায়।… অবশ্যই সে ৪০-৬০ মিনিট খেলার সামর্থ্য রাখে।”

“অনুশীলনের শেষে আমরা কথা বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম-‘আমি কি তোমার ওপর ভরসা করতে পারি?’ সে বলল, ‘পারেন’।”

সংবাদ সম্মেলনে তিতে পাশে থাকা ফিটনেস কোচ ফাবিও মাহসেরেদিয়ান জানান, নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট খেলার ‍উপযোগী বলে মনে হয়নি তার।

“মার্সেলো অল্প একটু প্রস্তুতি নিয়েছিল; অনুশীলনও করেছিল কম। গতকালের অনুশীলনে সে শুধু ড্রিল করেছিল। …১২০ মিনিটের (অতিরিক্ত সময়সহ) ম্যাচে তাকে খেলানো নিয়ে আমাদের সতর্ক হতে হবে।”