ঈশ্বরকে ধন্যবাদ আকিনফিভের

শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখানো রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভ ঈশ্বর ও ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 07:25 PM
Updated : 1 July 2018, 07:25 PM

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার আকিনফিভের নৈপুণ্যে পেনাল্টি শুটআউটে স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে রাশিয়া। ১৯৭০ সালের পর ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শেষ আটে উঠলো দেশটি।

ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। বিরতির পর পেনাল্টি গোলে সমতা ফেরায় রাশিয়া। অতিরিক্ত সময়েও ভাঙেনি সমতা। ম্যাচ শেষ হয় টাইব্রেকারে।

রাশিয়ার জয়ের নায়ক আকিনফিভ ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, "দ্বিতীয়ার্ধে আমরা রক্ষণের চেষ্টায় ছিলাম। আমরা পেনাল্টির প্রত্যাশায় ছিলাম, তাই হলো। ঈশ্বরকে ধন্যবাদ।"

টাইব্রেকারে কোকের নেওয়া তৃতীয় শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আকিনফিভ। বাঁ পা দিয়ে ঠেকান ইয়াগো আসপাসের নেওয়া পঞ্চম শট। অন্যদিকে, নিজেদের নেওয়া চার শটের সবকটিতেই গোল পায় রাশিয়া।

আকিনফিভের কণ্ঠে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা- "ঈশ্বরকে ধন্যবাদ। ভাগ্যবান ছিলাম আমরা, এই যা।" 

অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আকিনফিভ। পুরস্কারটা নেওয়ার সময় মস্কোয় ৭৮ হাজার সমর্থকদের সামনে ৩২ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, "আমি ম্যান অব দ্য ম্যাচ নই। ম্যান অব দ্য ম্যাচ আমাদের দল-আমাদের সমর্থকরা। দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে আমাদের।"