শেষ ষোলোর আগে ব্রাজিলের অনুশীলনে মার্সেলো

চোটে পড়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো রোববার দলের সঙ্গে অনুশীলন করেছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 03:48 PM
Updated : 1 July 2018, 03:48 PM

বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দশম মিনিটে পিঠের ব্যথায় মাঠ ছাড়েন মার্সেলো। তার বদলি হয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন আতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইস।
 
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার হোটেলের বিছানার ম্যাট্রেসের কারণে পিঠে এমন চোট লাগতে পারে বলে জানিয়েছিলেন। তবে শেষ ষোলোর ম্যাচের আগেই ৩০ বছর বয়সী এই ফুটবলার ফিট হয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
মার্সেলো অনুশীলনে যোগ দেওয়ায় সেই আশা জোরালো হয়েছে। রোববার সকালে সামারায় পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 
 
টানা সপ্তম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে সামারায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।