মেসির কারণে ফুটবলের প্রতি ভালোবাসা বেড়েছে পগবার

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির কারণে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা বেড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 02:50 PM
Updated : 1 July 2018, 02:50 PM

শনিবার কাজান অ্যারেনায় শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এটাই ৩১ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে অনেকের ধারণা।

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সব শিরোপা জেতা মেসি জাতীয় দলের হয়ে কখনই কিছু জিততে পারেননি। তবে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধার কমতি নেই পগবার। 

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে পগবা বলেন, "আমরা জানি যে, আমরা খুব সম্ভবত বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলছি। ১০ বছর ধরে আমি তাকে দেখছি। তার কাছ থেকে শিখছি। সবসময়, আমাকে তিনি ফুটবলটাকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছেন।"

"আমি সেরার বিপক্ষে খেলতে চাই। আজ আমরা সেরার বিপক্ষে জিতলাম।"

রাশিয়ায় প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি মেসি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ একটি গোল করেছিলেন তিনি। তবে ক্যারিয়ারে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করতে না পারার ব্যর্থতা নিয়েই ফিরতে হলো তাকে।