‘শক্তি আর গতিতে অনন্য এমবাপে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2018 03:11 PM BdST Updated: 01 Jul 2018 03:11 PM BdST
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোয় দারুণ নৈপুণ্য দেখানো ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে শক্তি আর গতিতে অনন্য বলে মনে করেন সতীর্থ অঁতোয়ান গ্রিজমান।
শনিবার কাজান অ্যারেনায় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ জুড়ে নিজের দুরন্ত গতিতে প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়ান এমবাপে। শুরুতেই তরুণ পিএসজি ফরোয়ার্ডকে থামাতে নিজেদের বক্সে মার্কোস রোহো ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন গ্রিজমান। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ফ্রান্সকে জয়ের পথে নিয়ে যান এমবাপে।
গ্রুপ পর্বে ছন্দহীন ফুটবলের জন্য সমর্থকদের দুয়ো শোনা ফ্রান্সের খেলায় উন্নতি খুঁজে পাচ্ছেন গ্রিজমান।
“পেনাল্টিতে গোলরক্ষককে বিভ্রান্ত করতে পেরে আমি ভাগ্যবান। কিলিয়ানকে তার পারফরম্যান্সের জন্য আমি অভিনন্দন জানাতে চাই। এই পর্যায়ে সবাই ভালো। আমাদের এখনই একটা ভালো দল আছে। কিন্তু আমরা আমাদের খেলায় উন্নতি করেছি। আমি আশা করি এটা ২০১৬ সালের ইউরোর মতো হবে।”
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিজের পছন্দের উরুগুয়েকেই পাচ্ছেন গ্রিজমান। পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করা ১৯ বছর বয়সী সতীর্থের সামর্থ্যে বিশ্বাস রাখছেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
“কিলিয়ানের গতি ও শক্তি দুই আছে- সে ছিল অসাধারণ। এই পর্যায়ে থাকলে শেষ পর্যন্ত ভালো করবে কিলিয়ান। আমি আশা করব, সে এমন পারফরম্যান্স অব্যহত রাখবে।”
নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
“আমি খুব খুশি। যেমনটা আমি বলেছিলাম, আমি আগের চেয়ে ভালো করছি। আমি এমন ম্যাচ ভালোবাসি। অনেক জায়গা ছিল। তাই এটা আমাদের জন্য তুলনামূলক সহজ ছিল।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি