পর্তুগালের সঙ্গেই থাকবে রোনালদো, আশা সান্তোসের

ক্রিস্তিয়ানো রোনালদো জাতীয় দলের সঙ্গেই থাকবে বলে আশা করছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। পর্তুগালকে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের আরও অনেক কিছু দেওয়ার আছে বলেও মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 07:46 AM
Updated : 1 July 2018, 07:46 AM

সোচির ফিশৎ স্টেডিয়ামে গত শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারে পর্তুগাল। জাতীয় দলের হয়ে ১৫৪ ম্যাচে ৮৫ গোল করা তারকাকে ভবিষ্যতেও দলে চান সান্তোস।

“অবশ্যই হ্যাঁ, ফুটবলকে রোনালদোর দেওয়ার এখনও অনেক বাকি আছে। আগামী সেপ্টেম্বরে একটি টুর্নামেন্ট আছে, উয়েফা ন্যাশনাল লিগ এবং আমাদের আশা তরুণদের বেড়ে উঠতে সাহায্য করার জন্য সে আমাদের সঙ্গে থাকবে।”

অষ্টম মিনিটে লুইস সুয়ারেস ও কাভানির দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় উরুগুয়ে। পেপে পর্তুগালকে সমতায় ফেরান। কিন্তু কাভানির দ্বিতীয় গোল পর্তুগালকে শেষ পর্যন্ত ছিটকে দেয় রাশিয়ার আসর থেকে। এজন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন সান্তোস।

“আমরা জানি পর্তুগালে মানুষে ভরা থাকে চত্বরগুলো। সেখানে সবাই একসঙ্গে হয়ে আমাদেরকে সমর্থন করে এবং এখানেও আমরা তাদের উপস্থিতি অনুভব করি। পর্তুগিজদের জন্য বলছি, আমরা খুবই ‍দুঃখিত যে আমরা পারিনি।”