পেলের ৬০ বছর পর এমবাপে

আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জেতানো কিলিয়ান এমবাপে ছুঁয়েছেন ৬০ বছর আগে গড়া পেলের কীর্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 05:30 PM
Updated : 30 June 2018, 05:30 PM

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে একাধিক গোল করলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

শনিবার কাজান অ্যারেনায় রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। ৬৪তম মিনিটে মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।

১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন পেলে। কিংবদন্তি এই ব্রাজিলিয়ান ফুটবলারের পাশে নিজের নামটা ওঠায় দারুণ খুশি ১৯ বছর বয়সী এমবাপে।

“আমি ‍খুবই খুশি। পেলের পর দ্বিতীয় টিনএজার হওয়াটা তৃপ্তিদায়ক। পেলে ভিন্ন ক্যাটেগরির। তবে তাদের সঙ্গে থাকতে পারাটা ভালো।”

“আমি সব সময় যেটা বলি, সেটা ইতোমধ্যে বলেছি, বিশ্বকাপে আপনি সব উচুঁ পর্যায়ের খেলোয়াড় পাবেন। তাই আপনি কি করতে পারেন এবং আপনার কি সামর্থ্য সেগুলো দেখানোর জন্য এটা একটা সুযোগ। এটা দেখানোর জন্য বিশ্বকাপের চেয়ে ভালো জায়গা আর নেই।”