জাপানের বিপক্ষে খেলতে 'প্রস্তুত' লুকাকু

তিউনিসিয়ার বিপক্ষে চোট পাওয়া রোমেলু লুকাকু শেষ ষোলোয় জাপানের মুখোমুখি হতে পুরোপুরি ফিট বলে জানিয়েছেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 12:32 PM
Updated : 30 June 2018, 12:32 PM

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জিতে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। রস্তোভ-অন-ডনে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে 'জি' গ্রুপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ 'এইচ' গ্রুপ রানার্সআপ জাপান।

দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোড়ালির গাঁটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারসহ নিয়মিত একাদশের মোট নয়জনকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল বেলজিয়াম। ম্যাচটিতে কিছুটা ভুগলেও দ্বিতীয়ার্ধে আদনান ইয়ানুজাইয়ের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আসরের অন্যতম শক্তিশালী দলটি।

শেষ ষোলোর লড়াইয়ের আগে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লুকাকু ফিট হয়ে উঠেছেন বলে জানালেন মার্তিনেস।      

শুক্রবার সাংবাদিকদের বেলজিয়াম কোচ বলেন, "লুকাকু পুরোপুরি ফিট। তার কোনো সমস্যা নেই। তার খেলতে প্রস্তুত, শতভাগ নিশ্চিত।"  

শেষ ষোলোয় জিতলে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ হতে পারে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেক্ষেত্রে শেষ ষোলোয় মেক্সিকোকে হারাতে হবে তিতের দলকে।