পরিসংখ্যানে রাশিয়া-স্পেন লড়াই

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে রাশিয়া, প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় লুজনিকি স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 12:21 PM
Updated : 30 June 2018, 12:21 PM

# ‘বি’ গ্রুপ থেকে পর্তুগালের সমান ৫ পয়েন্ট নিয়ে গোল করায় এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় পা রেখেছে স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর ইরানকে একমাত্র গোলে হারায় স্প্যানিশরা। শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ফের্নান্দো ইয়েররোর দল।

# অন্যদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে নক আউট পর্বে এসেছে রাশিয়া। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে উড়ন্ত শুরু করে স্বাগতিকরা। ছন্দ ধরে রেখে পরের ম্যাচে মিশরকে হারায় ৩-১ গোলে। শেষ ম্যাচে অবশ্য জয়ে ছেদ পড়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ৩-০ ব্যবধানে হেরে।

# আগের ছয় চেষ্টাতে একবারও স্পেনকে হারাতে পারেনি রাশিয়া। চার জয় আর দুই ড্র সঙ্গী স্প্যানিয়ার্ডদের। ২০১৭ সালের নভেম্বরে দুই দলের শেষ দেখা হয়েছিল এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেদিন অবশ্য জয়-পরাজয় নয়, ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের শেষ লড়াই বছর দশেক আগে। ২০০৮ সালে ইউরোর সেমি-ফাইনালে রাশিয়াকে ৩-০ ব্যবধানে হারায় স্পেন।

# তিন গোল করে টুর্নামেন্টে রাশিয়ার সর্বোচ্চ গোলদাতা ভিয়ারিয়লের মিডফিল্ডার দেনিস চেরিশেভ। স্পেনের হয়ে চলতি আসরে সবচেয়ে বেশি গোল করেছেন দিয়েগো কস্তা। ব্রাজিলে জন্ম নেওয়া স্প্যানিশ ফরোয়ার্ডও করেছেন তিন গোল।

# গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যে কোনো দলের চেয়ে বেশি দৌড়েছে রাশিয়ার খেলোয়াড়রা। সৌদি আরবের বিপক্ষে ১১৮ আর মিশরের বিপক্ষে ১১৫ কিলোমিটার দৌড়ায় স্বাগতিক ফুটবলাররা। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে বিরতির আগেই একজন লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় রাশিয়া। তাই ধারাবাহিকতাও রাখতে পারেনি। ঐ ম্যাচে ৯৮ কিলোমিটার দৌড়ায় রুশরা।

# সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে রাশিয়া। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়নের সেরা অর্জন ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা।

# ২০১০ সালে একমাত্র বিশ্বকাপ শিরোপাটি জিতে স্পেন, এর আগে কখনো বিশ্বকাপের শেষ আট পার করতে পারেনি স্প্যানিশরা। ব্রাজিলে গত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন।

# চলতি বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে সর্বোচ্চ ২৩ ম্যাচ (১৫ জয়, ৮ ড্র) অপরাজিত আছে স্পেন। ২০১৬ সালের ইউরোর শেষ ষোলোয় ইতালির কাছে ২-০ গোলে হারের পর আর হারের মুখ দেখেনি তারা।

# এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া বা ডেনমার্কের মুখোমুখি হবে।

# ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করার পর বিশ্বকাপ বা ইউরোতে আর কোনো গোলের দেখা পাননি আন্দ্রেস ইনিয়েস্তা।