বিশ্বকাপে রোনালদোর সঙ্গে সুয়ারেসের ‘দ্বৈরথ’ নেই

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথের বিষয়টি উড়িয়ে দিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 07:06 AM
Updated : 30 June 2018, 07:06 AM

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে উরুগুয়ে ও পর্তুগাল।

ক্লাব পর্যায়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন দুজনে। বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেস জানালেন ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল এক নয়।

“যখন ক্লাব পর্যায়ে রোনালদোর বিপক্ষে খেলা, সেটা ভিন্ন রকম।”

“আমরা সবাই আমাদের দলের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এটা একটা বিশ্বকাপ।”

“আমরা রক্ষণ সামলাচ্ছি এবং জাতীয় দলের জন্য কাজ করছি। এটাই মূল বিষয়।”

রাশিয়ার আসরে দুজনেই গ্রুপ পর্বের সময়টা ভালো কেটেছে। রোনালদো ৪টি ও সুয়ারেস ২টি গোল করেন।