ভক্তদের সম্মান জানাতে মারাদোনার প্রতি ফিফার আহ্বান

নাইজেরিয়া ম্যাচে দিয়েগো মারাদোনার আচরণে নাখোশ ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ভক্তদের সম্মান জানাতে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি আহ্বান জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 06:47 AM
Updated : 30 June 2018, 06:47 AM

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জেতা ম্যাচে অন্য সমর্থকদের উদ্দেশে মারাদোনার করা অশ্লীল ভঙ্গি নিয়ে প্রশ্ন করা হলে ফিফার বিশ্বকাপ প্রধান নির্বাহী কলিন স্মিথ সবাইকে শ্রদ্ধাপূর্ণ আচরণ করার আহ্বান জানান।

“যে খেলোয়াড়েরা ফুটবলের ইতিহাস লিখতে সাহায্য করেছিল, তাদেরও একটা ভূমিকা পালন করার আছে। দিয়েগো মারাদোনা অবশ্যই সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম এবং সেটার একটি অংশ।”

“আমরা প্রত্যাশা করব, সব বর্তমান খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, স্টাফ, সমর্থক-সবাই শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে।”

ম্যাচের সময় স্ট্যান্ডে থাকা মারাদোনা হাস্যকর আচরণ, সমর্থকদের উদ্দেশে অশালীন ভঙ্গি, নিজের পোস্টার উন্মোচন করাসহ এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে সবার নজর কাড়েন। ৮৬তম মিনিটে মার্কোস রোহোর গোলের পর দুই হাতের মধ্যমা উঁচিয়ে উল্লাস করতে থাকেন ১৯৮৬ সালে প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া এই কিংবদন্তি।