‘দল নির্বাচনে ছড়ি ঘোরায় না মেসি’

দল নির্বাচন ও খেলার কৌশল নির্ধারণের ক্ষেত্রে লিওনেল মেসি ছড়ি ঘোরায় না বলে দাবি করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2018, 05:43 AM
Updated : 30 June 2018, 05:43 AM

শনিবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগের দিনের সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার ম্যাচের প্রসঙ্গ টেনে মেসির ভূমিকা নিয়ে কথা বলেন সাম্পাওলি।
 
কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে সাম্পাওলি মেসিকে জিজ্ঞেস করেছিলেন, সের্হিও আগুয়েরোকে নামাবেন কিনা। নাইজেরিয়া ম্যাচে আগুয়েরোর বদলি হিসেবে নামার আগে মেসির সঙ্গে সাম্পাওলির কথপোকথনের একটি ভিডিও প্রকাশ পায়।
 
আর্জেন্টিনা কোচের দাবি বিষয়গুলো যেভাবে মনে হচ্ছে, সেগুলো আসলে তেমন ছিল না।
 
“একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ভিন্ন একটা কৌশল খাটানোর বিষয়টি দেখছিলাম এবং এ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছিল।”
 
“আমি স্বাভাবিকভাবে তথ্য আদান-প্রদান করছিলাম এবং বলছিলাম আরও আক্রমণাত্মক খেলোয়াড় খেলানোর যে মহড়া আমরা দিয়েছিলাম, সেই কৌশলটা খাটাব। আমার একজন খেলোয়াড়ের সঙ্গে এটা আমার খুব সাধারণ কথোপকথন এবং এই যা।”