রোনালদোর উপর নির্ভরশীল নয় পর্তুগাল: কোচ

বরাবরের মতো উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেও আলাদা করে উঠলো ক্রিস্তিয়ানো রোনালদোর কথা। পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের জবাবটাও থাকল বরাবরের মতোই। জানালেন, পর্তুগাল কেবল রোনালদোর দল নয়। অন্য ২২ জন খেলোয়াড়ও সমান গুরুত্বপূর্ণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 08:49 PM
Updated : 29 June 2018, 08:49 PM

সোচিতে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল।

রাশিয়া বিশ্বকাপে ছন্দে আছেন রোনালদো। ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে ইউরো চ্যাম্পিয়নদের নকআউট পর্বে ওঠায় চার গোল করে বড় অবদান রাখেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

ফিশৎ স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে স্বাভাবিকভাবে নজর থাকবে রোনালদোর উপর। আগের দিন সংবাদ সম্মেলনেও তাই তাকে ঘিরে প্রশ্ন হলো স্বাভাবিকভাবেই। আর সঙ্গে সঙ্গে হেসে উঠলেন সান্তোস।

“আমি আরেকটা ফ্রি কফি পেলাম। কারণ এই প্রশ্নের উপর আমি বাজি ধরেছিলাম! আমি কফি পেয়েছি। প্রশ্নটির জন্য ধন্যবাদ।”

“সবাই জানে বিশ্বের যেকোনো দল তার খেলোয়াড়দের উপর নির্ভর করে। অবশ্যই আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আছে। কিন্তু আপনি উরুগুয়ে কোচকেও সুয়ারেস, কাভানিকে নিয়ে একই প্রশ্ন করতে পারেন-সব দলেই দারুণ সব খেলোয়াড় আছে।”  

“দলকে ম্যাচ খেলতে হবে। যদি রোনালদো একা খেলে আমরা হারবো। আমাদের দল হিসেবে শক্তিশালী হতে হবে ঠিক যেমনটা উরুগুয়ে দল হিসেবে শক্তিশালী।”